স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পর্যালোচনা ছাড়া নতুন কোনো মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হবে না। তিনি বলেন, প্রশাসনিকভাবে ইতিপূর্বে নতুন ১২টি মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হয়েছে। তবে পর্যালোচনার সুযোগ রয়েছে। নাসিম বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম টিকাদান কর্মসূচির আয়োজন হতে যাচ্ছে ২৫ জানুয়ারি থেকে...

